চলমান ডেস্ক: করোনা ও ড্রোন বিষয়ক সংকট পেরিয়ে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ভর করে ফ্রেঞ্চ কাপের শেষ ১৬ নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সোমাবর (৩ জানুয়ারি) চতুর্থ বিভাগের ক্লাব ভেনাসকে ৪-০ গোলে পরাজিত করেছে প্যারিস জায়ান্টরা।
করোনরা সংক্রমণে আক্রান্ত হওয়ার করাণে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও দানিলোসহ পাঁচজন শীর্ষ তারকাকে বাইরে রেখেই প্রতিদ্বন্দ্বিতায় নামে পিএসজি। তবে ব্রিটনির আন্ডারডগরা এক মুহুর্তের জন্যও শংকায় ফেলতে ছড়াতে পারেনি মরিসিও পচেত্তিনোর দলকে।
নেতৃত্বের আর্মব্যান্ড পড়া ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে ২৮ মিনিটে গোল করে এগিয়ে দেন পিএসজিকে। এর আগ মুহুর্তে ম্যাচে বিঘ্ন ঘটে একটি ড্রোন পশ্চিম ফ্রান্সের ওই র্যাবিন স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাওয়ায়।
ম্যাচের ৫৯ মিনিটে কিপেমম্বের বানিয়ে দেয়া বল নিয়ে লক্ষ্য ভেদ করেন এমবাপ্পে। এর পর ১৮ মিনিটের প্রদর্শনীতে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বকাপ জয়ী ওই স্ট্রাইকার। ৭১ ও ৭৬ মিনিটে বাকী গোল দুইটি করেন তিনি।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘ফের ভাল একটি সুচনা পেয়ে আমি খুবই খুশি। ম্যাচটি আমাদের জন্য খুব একটা সহজ ছিল না।’
পচেত্তিনো বলেন, ‘দলগত এ পারফর্মেন্সে আমাদের খুশি হওয়া উচিৎ। এটি ছিল ত্রুটিহীন। তার (এমবাপ্পে) গোলগুলো ছিল দেখার মত। সে বিশ্ব সেরা খেলোয়াড়দের একজন।’
এ দিকে, ড্রোন সম্প্রতি ফরাসি ফুটবলে নতুন বাঁধার সৃস্টি করছে। ২০২১/২২ মৌসুমে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে সোমবারের (৩ জানুয়ারি) ম্যাচে। এর আগে রোববার (২ জানুয়ারি) চতুর্থ বিভাগের জুরা সুড ও সেন্ট এতিয়েনের মধ্যে কাপের আরেক ম্যাচ চলাকালে ড্রোনের সাহায্যে আতশবাজির বিচ্ছুরন ও ধোয়া ছড়িয়ে দেয়ায় ২০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল ম্যাচ। ওই ঘটনাটি ঘটিয়েছে গ্রীনদের সমর্থকরা।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন