ফেনী: ফেনী জেলার পরশুরামের চাঞ্চল্যকর দোকান কর্মচারীকে হত্যা মামলার অন্যতম আসামী মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত আটটার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে ফেনী জেলার পরশুরাম থানার সত্যনগরের মো. মোস্তফা মিয়ার পুত্র।
প্রাপ্ত তথ্য মতে, গত ২৩ ডিসেম্বর ফেনীর পরশুরাম থানার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মিরু মজুমদার মসজিদ সংলগ্ন শাহজালাল বেকারীর সাথে আবু বকর সিদ্দিক ফিস ফিডের দোকানের সামনে কিছু দুস্কৃতিকারী দোকানের পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে শাহীন চৌধুরীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। ও ঘটনায় মৃতের স্ত্রী ফিরোজা বেগম (৫০) পরশুরাম থানায় হত্যা মামলা করেন। ওই হত্যাকান্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ ও গণ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়। পরে র্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে লক্ষ্যে আধুনিক ও তথ্য প্রযুুক্তি ব্যবহার করে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুর করে। এক পর্যায় র্যাব-৭ জানতে পারে, মামলার পলাতক আসামী গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলীতে অবস্থান করছে। ওই তথ্যের ওই স্থানে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. নুরুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করে র্যাব। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে নুরুজ্জামান ভুট্টু।
তার বিরুদ্ধে ফেনীর পরশুরাম থানায় একটি হত্যা মামলাসহ দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব ৭ সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন