বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে

বুধবার, জানুয়ারী ৫, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 30 1

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ছাত্রলীগের সব নেতাকর্মীদের শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। নিজের পাড়া প্রতিবেশিকে শিক্ষিত করতে হবে। চাকরির পেছনে না ঘুরে অন্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। “

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন,  “দেশের খারাপ সময়ে অতীতের ন্যয় এখনো ছাত্রলীগ মানুষের পাশে ছিলো।করোনায় মরদেহ দাফন, ধান কেটে দেওয়াসহ নানা কাজ করে দিয়েছে। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাই।”

বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দাদের রিপোর্টের সংকলন প্রকাশের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের বলবো, বিষয়গুলো দেখতে ও পড়তে। এর মধ্য দিয়ে নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বলবো। দেশপ্রেম না থাকলে ক্ষমতায় থাকা যায়, মানুষের জন্য কাজ করা যায় না।”

সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রগতির পথে এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষ মানবশক্তি গড়ে তোলার কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করতে হবে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন