শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

বুধবার, জানুয়ারী ৫, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 35 1

চলমান ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের  জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত তিন টেস্টে এক জয়, দুই হারে ১২ পয়েন্ট আছে বাংলাদেশ। জয়ে শতাংশের হিসাবে ৩৩ দশমিক ৩৩। বাংলাদেশের উপরে আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তান ও ভারত।

তালিকায় বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্টের হিসেবে সবার উপরে অস্ট্রেলিয়া।

এ আসরে তিন ম্যাচ খেলে এক ড্র ও দুই হারে মাত্র চার পয়েন্ট আছে নিউজিল্যান্ডের। তারা আছে সপ্তম স্থানে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন