রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত বিভিন্ন ধরনের বিপুল পরিমান বিদেশী শাড়ী-কাপড়সহ চোরাচালান চক্রের তিনজন সক্রিয় সদস্যকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় নয় হাজার ৩৪০ পিস শাড়ী, ৬০০ পিস লেহেঙ্গা, ৯৬০ পিস ওড়না, ২০ পিস ধুতি, নয় হজার ৬০০ পিস স্কেল্প ভেইন ইনফিউশন সেট, তিনটি মোবাইল ফোন, ছয়টি সীম কার্ড ও নগদ ১৭ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। সাথে চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ সংলগ্ন কাঞ্চন টু কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হল
গোপালগঞ্জের মৃত আব্দুর রব বেপারীর পুত্র মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিকুল বেপারী (৩২), সাতক্ষীরা জেলার সুরত আলীল পুত্র সাজ্জাত আলী (৪৫) ও রাশিদুল ইসলামের পুত্র মো রিপন হোসেন (১৯)।
র্যাব- ১ জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যগুলো সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আমদানী করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৬ লাখ সাড়ে ৬৩ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে র্যাব ১ জানতে পারে, একটি অসাধু ব্যবসায়ী চক্র বেশি মুনাফা লাভের আশায় এসব পণ্য চোরাচালানের মাধ্যমে আমদানি করে। পরে পণ্যের চালানটি স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে থাকে। ফলে মুষ্টিমেয় অসাধু ব্যবসায়ী আর্থিকভাবে লাভবান হলেও সরকার কোটি কোটি টাকা রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।
র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে অবৈধভাবে শাড়ী-কাপড় আমদানি করে ঢাকার বিভিন্ন মার্কেটে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করছে বলে স্বীকার করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন