কুবি প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা-কলম ও ফাইল বিতরণ করা হয়।
এসময় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সভাপতি রাফিউল আলম দীপ্ত, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। যাতে এই অবহেলিত, দুস্থ শিশুরা জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন