বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে চোরাইকৃত শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপসহ চোরাকারবারী আটক

বৃহস্পতিবার, জানুয়ারী ৬, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 43 1

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানা এলাকা থেকে ১২ হাজার ৯২৫ কেজি চোরাইকৃত শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপসহ একজন চোরাকারবারী আটক করেছে র‌্যাব ৭।

বুধবার (৫ জানুয়ারি) রাত দশটা ২২ মিনিটের দিকে মো. মোবারক হোসেন (৩৭) নামের ওই চোরাকারবারীকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত জয়নাল আবেদীনের পুত্র।

জানা যায়, কয়েক জন চোরাকারবারী চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ কিনে বিক্রির জন্য সংরক্ষণ করছে- এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মোবারক হোসেনকে আটক করে র‌্যাব ৭। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ঘটনা স্থল থেকে তার কাছে থাকা ১২ হাজার ৯২৫ কেজি চোরাইকৃত শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ‘মোবারক হোসেন দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ কিনে অপেক্ষাকৃত কম দামে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন