বিনোদন প্রতিবেদক: ইতিহাসভিত্তিক টার্কিশ ড্রামা সিরিজ ‘দ্য গ্রেট সেলজুক নিয়ে এসেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। আগামী ৯ জানুয়ারি থেকে টফিতে দর্শকরা বাংলায় জনপ্রিয় এ সিরিজটি উপভোগ করতে পারবেন।
সেলজুক সাম্রাজ্যের উত্থানপর্ব ঘিরে সাজানো হয়েছে সিরিজটির কাহিনি। সেলজুকদের সাথে রোমানদের দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাবহুল পর্ব দেখা যাবে সিরিজটির গল্পে। সুলতান মালিক-শাহ্ ও তার পুত্র আহমেদ সাঞ্জারের রাজকীয় সংগ্রামের পথ ধরে হেঁটে গেছে ‘দ্য গ্রেট সেলজুক।’
সুলতান মালিক-শাহের ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি তারকা বুগরা গুলসয়। সুলতান পুত্র আহমেদ সাঞ্জারকে পর্দায় ফুটিয়ে তুলেছেন একিন কোচ। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সেভদা এরগিনসি, লেয়লা ফেরে প্রমুখ।
‘দ্য গ্রেট সেলজুক’ সম্পর্কে ‘টফি’র ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, ‘টফিতে টার্কিশ সিরিজ ভক্তরা ইতিমধ্যে কুরুলুস ওসমান ও সূরা -এ দুটি সিরিজ দেখছেন নিয়মিত। ‘দ্য গ্রেট সেলজুক’ এর মত আরো নতুন কনটেন্ট নিয়ে আসবে টফি।’
উল্লেখ্য, ‘টফি’ বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। ২০১৯ সালের ৬ নভেম্বর যাত্রা শুরু করে মাত্র কয়েক মাসের মধ্যে গুগল প্লে স্টোরে বাংলাদেশের #১ নম্বর বিনোদন অ্যাপে পরিণত হয় টফি! এটি দেশের অন্য যে কোন ভিডিও স্ট্রিমিং অ্যাপ থেকে ভিন্ন। কারণ টফির কনটেন্ট যেকোন নেটওয়ার্ক থেকে সবার জন্য ব্যবহারযোগ্য- একেবারে বিনামূল্যে! ব্যবহারকারীদের সহজ নেভিগেশন ও বাফারিং মুক্ত কনটেন্ট উপভোগের সুযোগ দেয় অ্যাপটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অ্যান্ড্রয়েড টিভি দুইটিতেই উপভোগ করা যায় টফি। বর্তমানে দেশি ও বিদেশি অনেক লাইভ টিভি চ্যানেল রয়েছে টফিতে। এছাড়াও রয়েছে ভিডিও-অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন