পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চারিয়ে বারবাকিয়া রেঞ্জের আওতায় পাহাড়চান্দা মাদ্রাসা এলাকা থেকে (একশত) ঘনফুট তেলসুর চিড়াই কাঠ জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক অভিযান চালিয়ে পাহাড়চান্দা মাদ্রাসা এলাকায় ধানক্ষেতের পাশ থেকে এই কাঠ জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘চেরাইকৃত তেলসুর কাঠ পাচার করছিল একটি প্রভাবশালী চোর সিন্ডিকেট। পহরচাঁদা বনবিট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক’শ ঘনফুট কাঠ জব্দ করা হয়। কাঠগুলি ধানক্ষেতের পাশে পরিত্যাক্ত অবস্থায় ছিল। কাঠের মালিক কে এখনো জানা যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে।’
জয়নাল/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন