ঢাকা: আলোচিত-সমালোচিত পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৯৯৯ এ কল করে এসব অভিযোগ জানান জাহানারা। এসব অভিযোগ এনে ঢাকার ধানমন্ডি থানায় জিডিও করেছেন তিনি।
বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
তিনি বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ দিয়েছেন তার স্ত্রী জাহানারা এহসান।’
এ ব্যাপারে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরএম ফয়জুর রহমান জানান, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করে একটি অভিযোগের কথা জানান। এ বিষয়ে লিখিত অভিযোগ করার জন্য মুরাদের স্ত্রী থানায় এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিডিতে ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনেছেন মুরাদের স্ত্রীর জাহানারা। পুলিশ ইতিমধ্যে এর তদন্ত শুরু করেছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন