বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাপানের যুদ্ধ জাহাজ ‘উরাগা ও হিরাডো’

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
Navy 3

চট্টগ্রাম: জাপানের মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুইটি যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো শুভেচ্ছা সফরে শনিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ সময় চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুইটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুইটির অধিনায়কদের স্বাগত জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুইটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ তাদের অভ্যর্থনা জানায়।

জাহাজ দুইটি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজ দুইটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুইটি আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ ছাড়বে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন