পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া থেকে দুইটি ছোরাসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৯ জানুয়ারি) পটিয়ার হুলাইন এলাকার পটিয়া-কালুরঘাটে বিশেষ চেকপোষ্ট স্থাপন ও গাড়ি তল্লাশি শুরু করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হল- মো. হাসান (২২), মো. নাহিদ উদ্দিন আহম্মেদ রিসাদ (১৯ ), আবির হোসেন. (রানা) (১৯) ও মো. যুবরাজ আলিফ (১৯)।
র্যাব ৭ এর সিনিয়র সহকার পরিচালক মো নূরুল আবছার জানান, গোপন তথ্যে পটিয়া-কালুরঘাটে চেকপোষ্ট স্থাপন ও গাড়ি তল্লাশি শুরু করে র্যাব-৭। এ সময় চেকপোষ্টের অদূরে একটি সিএনজি থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজের কাছে অস্ত্র রাখার বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরস্পর যোগসাজশে ও পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে পটিয়াতে ডাকাতির জন্য যাচ্ছিল তারা।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন