বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশন এর নতুন সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাফি হাসিব নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (৮ জানুয়ারি ) চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সিইউএফবিডিএর বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় ১৪তম কমিটির বিদায় ও ১৫তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং সিইউএফবিডিএর চীফ এডভাইজর অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, সিইউএফবিডিএর ফাউন্ডিং মডারেটর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ , এছাড়াও ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক , ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন ,অধ্যাপক ড. হাসমত আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং সহকারী অধ্যাপক আওলাদ হোসেন সাগর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অপারেশন ম্যানেজার সামিরা বিন্ত ইউনুছ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন মজুমদার, সহকারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার নাদিয়া বেগম, কমিউনিকেশন ম্যানেজার মোহাম্মদ সামিম মিয়া, সহকারী কমিউনিকেশন ম্যানেজার তানভীর আহমেদ তাসিন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ সিহাব হোসেইন চৌধুরী ও সহকারী ফাইন্যান্স ম্যানেজার সাবরিনা সাগীর।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন