বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরুড়া উপজেলার শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল রাকিবকে সভাপতি, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমান তুহিনকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মিরাজ মোর্শেদ খন্দকারকে মনোনীত করা হয়।
বুধবার (১২ই জানুয়ারি) বিকেল ৩টায় পূর্ব কমিটির সভাপতি খিজির আহমেদ ও সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
সভাপতি মোজাম্মেল রাকিব বলেন, ‘আমরা বরুড়া উপজেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাছাড়া প্রতিবছর ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায়, সংগঠনের পক্ষ থেকে হেল্প ডেস্ক থাকে এবং ভবিষ্যতেও থাকবে।’
সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তুহিন বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন