শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

ঢাকায় পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিক্সন

রবিবার, জানুয়ারী ১৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব পাওয়া পল নিক্সন শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা পৌঁছেছেন।  আগামী ২১ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট।

আসন্ন বিপিলে অংশ নেয়া প্রথম বিদেশী হিসেবে বাংলাদেশে পৌঁছেছেন তিনি।  চট্টগ্রামের দলটিতে নিক্সনের সহকারী  হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার  শন টেইট।

ঢাকায় পৌঁছে নিক্সন বলেন, ‘নতুন এবং অভিজ্ঞদের সংমিশ্রণে  চট্টগ্রাম একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। দলে মেধার কোন অভাব নেই। অধিকাংশ খেলোয়াড় ইতিমধ্যেই তাদের জাতীয় দলের হয়ে খেলেছে। আমি দারুন উদ্বেলিত এবং ভাল করার বিষয়ে আমি খুবই আশাবাদী।’

ডসলেট সিক্সার্স দলের প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার  মারভিন ডিলনকে নিয়োগ দিয়েছে। খুলনা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করবেন  দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

আসরের বাকি তিন দল কোচ হিসেবে স্থানীয়দের নিয়োগ দিয়েছে। ফরচুন বরিশাল  প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে এবং ব্যাটিং পরামর্শক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমকে নিয়োগ দিয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মোহাম্মদ সালাউদ্দিন ও মিনিস্টার গ্রুপ ঢাকা মিজানুর রহমান বাবুলকে কোচ নিয়োগ দিয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন