সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কসে আবাসিক ভবনে আগুন লেগে ৯ শিশুসহ নিহত ১৯

সোমবার, জানুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন
Bronx apartment building fire CNNPH 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রঙ্কসের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শিশুসহ ১৯ জন মারা গিয়েছে।  আহত হয়েছেন আরো ৬০ জনের মতো। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। আগুন নেভাতে ২০০ দমকলকর্মী কাজ করে। স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) ফোর্ডহ্যাম হাইটসের ১৮১ নম্বর রাস্তার একটি ১৯ তলা ভবনে এ ঘটনা ঘটে। 

প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক স্পেস হিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পুড়ে গিয়েছে। প্রথমদিকে আগুন অ্যাপার্টমেন্ট এবং হলওয়ের কিছু অংশকে গ্রাস করে। তবে দরজা খোলা থাকায় এটি ছড়িয়ে যায়। পুরো ভবন ধোঁয়ায় অন্ধকার  হয়ে যায়। 

নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা আগুনে ক্ষতিগ্রস্ত হলেও এর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে যায়। আগুন লাগায় আতঙ্কিত হয়ে নামার সময় বা চলাচলের সময় অনেক মানুষকে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে দমকলকর্মীরা। নিহতদের অধিকাংশই শ্বাসকষ্টে ভুগে প্রাণ হারিয়েছেন।

সিটি গভর্নর ক্যথি হোচুল বলেছেন, তিনি রাজ্যের এই সপ্তাহের বাজেটে আগুনে ক্ষতিগ্রস্তদের নতুন আবাসন, দাফনের খরচ এবং আরও অন্যন্য সহায়তার বিষয় বিবেচনা করে তহবিল গঠন করবেন। 

তিনি বলেন, শহরের মানুষের জন্য আজকে আমি এই চেয়ারে ; যদি এই দূর্যোগপূর্ণ সময়ে তাদের সেবা করতে না পারি তবে এর কোন মূল্য নেই। আজ রাতের ঘটনা একটি ভয়াবহ ট্র্যাজেডি। আমরা নিহতদের কখনো ভুলবো না; তাদের পরিবারের সহায়তায় সর্ব্বোচ্চ চেষ্টা করবো। আমরা সবার পাশে আছি। 

এইদিকে এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, আগুন লাগার পরে সবাই জীবন বাঁচাতে ছোড়াছুড়ি শুরু করে। এসময় ধোঁয়ায় চারদিকে অন্ধকার হয়ে যায়। অনেকে ভবন থেকে পালাতে সিঁড়ি ব্যবহার করে। তিনি এক লোক ও কুকুরের উপর নিয়ে লাফ দিয়ে ভবন থেকে বেরিয়ে আসেন।  

এইদিকে ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিতে এর আগে কোন ধরণের ত্রুটি দেখা যায় নি। শুধুমাত্র লিফট ও বাইরের কিছু কাজ ছিলো যেগুলোর নিরাপত্তা সমস্যা সমাধান করা হয়েছিলো। ভবনটি ১৯৭৩ সালে নির্মিত হয়। 

ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, রবিবারের অগ্নিকাণ্ডটি ২০১৭ সালের পর থেকে মার্কিন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সবচেয়ে মারাত্মক আগুিকাণ্ড ছিলো। এর আগে ২০১৭ সালে ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আগুন লেগে ১৩ জন মারা গিয়েছিল । সেই আগুনের জন্য একটি প্রি-স্কুলার চুলা নিয়ে খেলার জন্য দায়ী করা হয়েছিল।

গত সপ্তাহে, ফিলাডেলফিয়ায় একটি রোহোমের ভিতরে আগুন লেগে আট শিশুসহ ১২ জন মারা যায়। তদন্তকারীরা জানিয়েছেন যে বাড়িতে কোন স্মোক ডিটেক্টর চালু ছিলো না।

সিটি মেয়র এরিক অ্যাডামস ব্রঙ্কস অ্যাপার্টমেন্টে আগুনের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আগুন লেগে একসাথে এত মানুষের মৃত্যু গভীর বেদনাদায়ক। আমরা নিহতদের পরিবারে পাশে রয়েছি। এতে যারা গৃহহীন হয়ে পড়েছে আমরা তাদের বসবাসের উপযোগী স্থানের ব্যবস্থা করবো তাছাড়া প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এসময় তিনি আহতদের দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন