নিউইয়র্ক: ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত আমেরিকা প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যা শুক্রবার (১৯ নভেম্বর) নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে।
‘বেবী নাজনীন ফ্যান ক্লাব ইউএসএ’ এ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।
জীবন-মৃত্যুর সন্ধীক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সঙ্গীত সন্ধ্যা শুরু করেন বেবী নাজনীন।
দেশাত্ববোধক গান ‘সূর্য উঠে পূর্ব দিকে’ গেয়ে শুরু করেন সঙ্গীত সন্ধ্যার মূল পর্ব। এরপর একে একে গেয়ে শোনান ‘তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা’, ‘কাল সারা রাত দুইটি চোখেতে’, ‘ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যাই’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ এর মত অনেক জনপ্রিয় গান।
এ সময় দর্শক সারিতে আমেরিকা প্রবাসী জনপ্রিয় বাঙালিরা শিল্পীরাসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন