শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংআইল্যান্ডের উদ্যোগে মিলনমেলা ও বনভোজন

সোমবার, সেপ্টেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
alumni association 2 1

নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংআইল্যান্ডের উদ্দ্যোগে গত ২৯শে আগষ্ট রোজ রবিবার বেলমন্ট লেক স্টেট পার্কে এক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন ফারুক। বনভোজনের উদ্ভাবন করেন লাল সবুজ বেলুন উরিয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির আন্তরজাতিক বিষয়ক সম্পাদক ও মুলধারার রাজনীতিবীদ গিয়াস আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিম্যান ও পার্লামেন্টের ডেপুটি স্পিকার জনাব ফিল রামোস, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্যও জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান,কেন্দ্রীয় বিএনপি সদস্য রফিকুল ইসলাম দুলাল,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট,লংআইল্যান্ড ক্যমুনিটি এক্টিভিষ্ট ডা: হাফিজুর রহমান।

লংআইল্যান্ড থেকে কংগ্রেসম্যান পদপাথী ডা: মজিবুল হক।বনভোজন কমিটির আহবায়ক গোলাম ফারুক শাহীন ও সদস্য সচিব রিয়াজ মাহমুদ, লংআইল্যান্ড বিএনপি সভাপতি মিয়া আলীম পাখী এবং সাধারন সম্পাদক মোহাম্মদ রহমান মিঠু ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মার্শল মুরাদ, মোহাম্মদ বশির, সৈয়দ মুরাদুল হাছান রেজা, আব্দুল বাতেন, ভিপি জসিম উদ্দীন , মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান,সাইদুর রহমান, সৈয়দা মাহমুদা শিরিন ,সোহরাব হোসেন, ইনি্জনিয়ার আবু সায়েম,জাহাংগীর সরোওয়ারদী,মাইনুল ইসলাম মুহিদ,আশরাফ হোসেন,জামাল চৌধুরি,নাছিম আহমেদ,মোতাহার হোসেন,সালেহ আহম্মদ মানিক, মাজারুল ইসলাম জনি, দেওয়ান কায়ছার, সহ আরো অনেকে।

এসেম্বলীম্যান পিল রামোস মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের ভূয়াসীপোরসংশা করেন।এসময় তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অনুষ্ঠান শুরুর পারান্ভে বিএনপির চেয়ারপারসন, সাবেক  তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেএী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করা হয়।

দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়ক এষ্টেট বিএনপির সভাপতি মৌলানা অলি উল্লাহ আতিকুর রহমান।উল্লেখ্য রেফেল ড্র পুরুষ্কারের মধ্য ছিলো ১ম গোল্ডের সেট, ২য় সেমসন ফোন, ৩য় এ্যাপেল হ্যান্ড ঘড়ি, ৪থ ল্যাপটব, ৫ম ল্যাপটপ, ৬ষ এসমাট টিভি সহ মোট ১৫ টি পুরুষকার।

প্রতিযোগিতায় মহিলাদের দৌর ১ম সামি,২য় রাশি, ৩য় তামিশা। বালক দৌর ১ম নাবিল, ২য় নাবিল, ৩য় সাহা। বালিকা দৌর ১ম সায়রা, ২য় নরিন, ৩য় মানহা। বালিকা ১ম নাহিন, ২য় অরিন, ৩য় জোয়েহিরিয়া। বালক দৌর ১ম আস্কান, ২য় আরিয়ান, ৩য় আহনাফ।

পুরুষদের হাড়ি ভাঙ্গা ১ম মার্শাল মুরাদ, ২য় এস আর হক, ৩য় আব্দুল লতিফ সমরাট। মহিলাদের বালিশ নিক্ষেপ ১ম সাজু , ২য় লিমা, ৩য় শিলা। এসপন্সার এ যারা সহযোগীতা করেছেন। ইনামুল হক চাকলাদার করিম চৌধুরি। ডিয়ার পার্ক হালাল গোরসারী আপেল ঘড়ি ও গিফট সাটিফিকেট। মোহাম্মদ বশির-গেনজী। বারী হোম কেয়ার-টিভি। এটনী মইন চৌধুরী-ল্যাফটপ। আশরাফ হোসেন-ল্যাফটপ। মোতাহার হোসেন-এয়ার ফেরেয়ার। নুরশাত চৌধুরী-কোয়েল সেট। সেলিম আদমজী-কেক সোপিজ, আইফোন চাজার, কডলেজ হেডফোন, মান্নান গোসারী-ফ্যান। বনভোজনে সহযোগীতায় ছিলেন বাপ্পী, রানা, হুমায়ন, পারভেজ, রেদোয়ান, নুরুউদ্দীন, মামুন, রিটু, হানিফ।

অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান বনভোজন কমিটির আহবায়ক গোলাম ফারুক শাহীন, সদস্য সচিব রিয়াজ মাহামুদ এবং লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলিম পাখী, সাধারন সম্পাদক মোহাম্মদ রহমান মিঠু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন