সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমার সাথে শিক্ষা উপদেষ্টার কথা হয়েছে। তিনি আমাকে উপাচার্যের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে প্রজ্ঞাপন কবে জারি হবে তা আমার জানা নেই।
একাডেমিক যোগ্যতা:
অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বাড়ি খুলনা জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ থেকে ১৯৭৫-৭৯ সালে স্নাতক ও ১৯৮০-৮১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৯ সালে তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী দুর্নীতির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতা যোগ্যতা:
অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।
তাঁর যত প্রকাশনা:
অধ্যাপক ইয়াহ্ইয়া বিভিন্ন বিষয়ে অন্তত ২৫ টি বই রচনা করেছে।
১. শিক্ষকতা পেশা ব্যতিক্রমী নেশা
২. প্রসঙ্গ নির্বাচন কমিশন
৩. বাংলাদেশি নির্বাচন, সঙ্কট ও গতিপ্রকৃতি
৪. রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ: প্রসঙ্গ বাংলাদেশ
৫. শিক্ষা ও সংস্কৃতি ভাবনা
৬. Electoral Corruption in Bangladesh
৭. বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি: স্বরূপ ও প্রবণতা
৮. অভিনব নির্বাচন অসহিষ্ণু সরকার, দশম সংসদ নির্বাচনের পূর্বাপর
৯. বিডিআর বিদ্রোহ, প্রাথমিক বিশ্লেষণ
১০. মহাজোট সরকারের বিকাল বেলা
১১. নির্বাচন কমিশনের আমলনামা
১২. মহাজোট সরকারের দুই বছর
১৩. সন্ত্রাস দুর্নীতি আগ্রাসন
১৪. অভিনব সরকার ব্যতিক্রমি নির্বাচন
১৫. সরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, স্বরূপ ও প্রতিকার
১৬. তাবলীগ জামায়াত, ঈমানী আন্দোলনের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ
১৭. জোট শাসনামল, রাজনীতির চালচিত্র
১৮. দুর্নীতি, নির্বাচন ও রাজনীতি, স্বরূপ বিশ্লেষণ ও সঙ্কট উত্তরণ
১৯. চারদলীয় জোট সরকারের দেশ শাসন
২০. দুর্নীতির স্বরূপ অন্বেষণ: বাংলাদেশ
সিএন/এমটি
Views: 634
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন