সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এস এম ফজলুল হক ও মুতাসিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বাধীন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এলামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র উপেক্ষা করে কেন এই কমিটিকে অনুমোদন দেওয়া হচ্ছে তা জানতে রুল জারি করা হয়েছে।
গত মঙ্গলবার (০১ জুলাই) সংগঠনের জীবন সদস্য সৈয়দ মোহাম্মদ সোহরাব হোসেন সোহেলের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ জানান, এস এম ফজলুল হক ও মুতাসিম বিল্লাহ ফারুকী কেউই এসোসিয়েশনের বৈধ জীবন সদস্য নন। তাদের সদস্য নম্বর কী, তা আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। অথচ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, কেবলমাত্র জীবন সদস্যই সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারেন।
রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্র উপেক্ষা করে এস এম ফজলুল হক একটি সাধারণ সভা আহ্বান করেন, যেটিতে বেশিরভাগ অংশগ্রহণকারী ছিলেন বহিরাগত ও অ-সদস্য। উপস্থিত প্রকৃত সদস্যদের প্রতিবাদের মুখে সভাস্থল ত্যাগ করেন তিনি।
অন্যদিকে, সংগঠনের তৎকালীন সভাপতি আব্দুল করিমের নির্দেশনায় গঠনতান্ত্রিকভাবে ২ মে একটি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। এতে উপস্থিত হন প্রায় তিন হাজার জীবন সদস্য। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে তিন মাস মেয়াদি একটি এডহক কমিটি গঠন করা হয়।
এডহক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আসলাম চৌধুরী, সদস্য হিসেবে একরামুল করিম, মাহবুবুর রহমান শামীম, এম এ হালিম ও কামরুল হাসান হারুনকে মনোনীত করা হয়। এ কমিটির অনুমোদনের জন্য সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ে আবেদন করা হলেও সংশ্লিষ্ট উপপরিচালক ফরিদুল আলম এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেননি।
অভিযোগ রয়েছে, এস এম ফজলুল হক প্রশাসনের প্রভাবশালী কিছু ব্যক্তির নাম ব্যবহার করে এবং সমাজসেবা কর্মকর্তার সঙ্গে ‘অনৈতিক যোগসাজশে’ ২৮ এপ্রিল একটি ‘পকেট কমিটি’ অনুমোদন করিয়ে নেন।
এডহক কমিটি এরই মধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। তাদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ জুলাই। তবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’-এর শহীদদের স্মরণে এই তারিখ পরিবর্তন করে ৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৮ জুলাই শহীদদের আত্মদান স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন