চট্টগ্রাম: বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় বিষয় ফিন্যন্সিয়াল টেকনোলজি নিয়ে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ)।
‘ফিন্যন্সিয়াল টেকনোলজি ৩৬০: কনসেপ্ট, অ্যাপ্লিকেশনস, অ্যান্ড দ্য ইকোসিস্টেম’ শীর্ষক এ কোর্সটিতে অর্থ প্রযুক্তির আদ্যপান্ত তুলে ধরা হবে। ইডিইউ সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট অ্যান্ড চেঞ্জের (সিপিডিসি) উদ্যোগে শুরু হতে যাওয়া এ কোর্সটিতে দেশে ও দেশের বাইরের পেশাজীবীদের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও পড়তে পারবে।
ব্লেন্ডেড লার্নিং কৌশলে অনক্যাম্পাস-অনলাইন উভয় মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিত হবে দুই মাসের এ কোর্সটি। প্রতি শনি ও রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সটির কারিকুলামে ফিন্যান্সিয়াল টেকনোলজির আওতা, বৈশ্বিক ইকোসিস্টেমের প্যাটার্ন, এ ক্ষেত্রটির সর্বাধুনিক প্রযুক্তি ও তার প্রয়োগ, ফিনটেক উদ্যোক্তার দিকনির্দেশনা প্রভৃতি বিষয়গুলোতে জোর দেয়া হয়েছে। এছাড়া ফিনটেক বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পাবে অংশগ্রহণকারীরা।
এতে ক্লাস নেবেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পেরলিসের ফ্যাকাল্টি অব অ্যাপ্লাইড অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের প্রফেসর ড. আমিনুল ইসলাম, ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. রকিবুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ফিন্যান্সের সহযোগী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া।
কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে বিদেশি অংশগ্রহণকারীদের জন্য ১৫০ ডলার, বাংলাদেশের অংশগ্রহণকারীদের জন্য দশ হাজার টাকা ও শিক্ষার্থীদের জন্য ছয় হাজার টাকা। আরো তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ করা যাবে ০১৩১১-১০৪৬৭১ নম্বরে।
নিউজ রিলিজ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন