নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন সিটির নব নির্বাচিত মেয়র এরিক এডামস। সেই সাথে বন্দুক হামলার বিষয়েও কড়া নজরদারির কথা জানিয়েছেন মেয়র।
স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) ব্রুকলিনের একটি দোকানে ডাকাতি ও এক ব্যক্তিকে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় এই ঘটনায় মেয়র এরিক অ্যাডামসের সাথে সিটির নতুন পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েলও শোক প্রকাশ করেন।
মেয়র আরো বলেন, শহরে বন্দুকের অত্যধিক বিস্তার নিয়ে আমরাও চিন্তিত। তবে এটি নিয়ে আমাদের কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে। বন্দুকগুলো টুকরো টুকরো হয়ে আমাদের শহরে নিয়ে আসা হয়। তারপর তা আস্ত বন্দুকে রূপ নেয়। আর তা দিয়ে প্রত্যাহ চলছে হত্যা। আমাদের আইন প্রণেতাদের এসব দিকে খেয়াল রাখা দরকার। তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছে সকল ধরণের অনিয়ম নিয়ন্ত্রণ করে নিউইয়র্ককে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ডিসেস্বর) রাতে পৌনে আটটায় ফ্ল্যাটবুশ ডেলি কর্পোরেশন ডেলি গ্রোসারিতে ডাকাতির চেষ্টার সময় বাধা দেওয়ায় ফাদি মোসা (২০) নামে এক দোকানকর্মীকে খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ডেলিতে বন্দুক হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইয়েমেনি আমেরিকান মার্চেন্টস অ্যাসোসিয়েশন এখন অভিযুক্তকে ধরিয়ে দিলে ৫ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে।
আইআই/
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন