বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বুধবার, আগস্ট ৩১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ। আর এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদি ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

তিনি বলেন, ঘুম-খুনে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। কোন মানুষ নিরাপদ না। আইজিপির উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা রয়েছে এর পরেও তারা এখানে এসেছেন। এর প্রতিবাদে আজ স্থানীয় সময় বিকেল ৪টায় জাতিসংঘের সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

জানা গেছে, গত সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউইয়র্কে পৌঁছান। এর পরদিন আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছান আইজিপি বেনজির আহমেদ।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) নানা আলোচনা সমালোচনার পর পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছিলেন পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে আগামী ৩১ আগস্ট। সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবার কথা রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তার।

প্রসঙ্গত, গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশের সাবেক ও বর্তমান সাত র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)।

সেই নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন- র‌্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, তোফায়েল মোস্তাফা সরোয়ার, মো. জাহাঙ্গীর আলম, মো. আনোয়ার লতিফ খান ও র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

এরইমধ্যে ড. বেনজীর আহমেদ ও র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন