চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্র বিএনপির স্টেট কমিটি গঠন প্রক্রিয়ায় নেতাকর্মীদের কেউ খুশি, আবার অনেককেই অখুশি হতে দেখা গেছে। খুশি-অখুশির দোলাচলে ইতিমধ্যে ১৩টি স্টেট কমিটি গঠিত হয়ে গেছে। সবচেয়ে বেশি বিএনপি নেতাকর্মী অবস্থান করেন নিউইয়র্কে। এই স্টেটে এখনও কমিটি গঠন করা হয়নি। শীঘ্রই নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটিও গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি করতে কিছুটা জটিলতার সম্ভবনা রয়েছে।
নিউইয়র্ক স্টেট কমিটির পদ-পদবির জন্য জোর লবিং শুরু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বিএনপির স্টেট কমিটিগুলো গঠন করতে দায়িত্ব পেয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বেশ কয়েক মাস ধরে জুম মিটিং এবং নেতাকর্মীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কমিটিগুলো গঠন করছেন তিনি। কমিটি গঠন প্রসঙ্গে বিএনপি নেতা কাজী আযম বলেন, বাইর থেকে কেউ এসে কমিটি করলে দল ক্ষতিগ্রস্ত হবে, অনেকেই অখুশি হবেন—এটাই স্বাভাবিক। কমিটি গঠনে সিনিয়র নেতাদের পরামর্শ নেয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।
নিউইয়র্কে স্টেট কমিটি ছাড়াও সিটি বিএনপি, স্টেট যুবদল স্বেচ্ছাসেবক দল, জাসাসের কমিটিও গঠন করার কথা রয়েছে নিউইয়র্কে। সম্প্রতি যুবদলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়েও আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। তাই জুম মিটিংয়ে যুবদলের ১৫১ সদস্য যোগদান করার কথা থাকলেও এতে মাত্র ২২ জন সদস্য যোগ দেন।
দীর্ঘ এক যুগের বেশি সময় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন দলের প্রতি।তাই জুম মিটিংয়ে অনেকেই যোগ দেননি বলে জানা গেছে। আবার অনেকেই অভিযোগ করেছেন, বর্তমানে যারা দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন চলছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় অনেকেই জুম মিটিং অংশগ্রহণ করেননি।
তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, দলের নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণে অনেকেই বিএনপি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর আগেও কমিটি গঠন করতে এসে কেন্দ্রীয় নেতারা ছলনার আশ্রয় নিয়েছেন। কমিটি গঠনে আগের বিষয়গুলো পর্যালোচনা করা উচিত।
জাসাস নেতা গোলাম ফারুক শাহিন বলেন, অতীতে যাই হয়েছে তা মূছে ফেলে নতুন করে সবাইকে ভাবতে হবে। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাহলে দল সংগঠিত হবে এবং সরকারবিরোধী আন্দোলন জোরদার হবে।
জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, অত্যান্ত সুচারুভাবে স্টেট কমিটিগুলো গঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট কমিটিও আমরা চাই সুন্দরভাবে গঠিত হোক।
জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন বলেন, খোকন ভাই অত্যান্ত সফলতার সাথে ১৩ টি স্টেট কমিটি গঠন করেছেন। নিউইয়র্ক এর কমিটিও আশা করি ভাল করবেন।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।কমিটি গঠন প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত লন্ডনে অবস্থানরত বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি এবং ক্ষুদে বার্তারও জবাব দেননি।
উল্লেখ্য, গত এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি নেই। স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী কমিটি গঠিত হলেও জিল্লুর রহমানসহ প্রথম সারির কয়েকজন নেতার তৎপরতা লক্ষ্য করা গেলেও বাকিদের সাংগঠনিক কার্যক্রম তেমন একটা চোখে পড়ে না।
অন্যদিকে অধ্যাপক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির একটি অংশকে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে সভা-সমাবেশ করতে দেখা গেছে। একই সাথে আযম-ফিরোজের নেতৃত্বে গঠন করা হয়েছে ইন্টারস্টেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। যে যার মতো করে যুক্তরাষ্ট্র বিএনপিকে ব্যবহারের কারণে সাধারণ নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন