মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে উদ্বোধন হলো লিটল বাংলাদেশ এভিনিউ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যামাইকায় উদ্বোধন করা হয়েছর  ‘লিটল বাংলাদেশ এভিনিউ’। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে সিটি প্রশাসন হিলসাইড এভিনিউ থেকে হোমলন এভিনিউ পর্যন্ত ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ হিসেবে নামকরণ করেছে। 

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে জ্যামাইকার ১৬৯ স্ট্রিট এবং হোমলান অ্যাভিনিউ এলাকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত থেকে কাউন্সিলম্যান জিম এফ জিনারোরে বলেন, এই অঞ্চলের বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই রাস্তার নামকরণ করা হয়েছে লিটর বাংলাদেশ এভিনিউ। যেটি করতে পেরে আমি সত্যি আনন্দিত ও গর্বিত। আর আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই স্থানটি উদ্বোধন করা হয়েছে। যেটি বাংলাদেশি প্রবাসীদের স্বদেশের স্মৃতি মনে করিয়ে দেবে। আমি মনে করি এটি তাদের গৌরবের বিষয়৷ 

এসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমারী বলেন, বাংলাদেশি কমিউনিটির মানুষজন খুবই উদ্যেমি। আমি তাদের থেকে কঠোর পরিশ্রম পেয়েছি। আশা করছি এই তরুণরা সামনে সিটির মেয়র ও সিনেট সদস্য হবে। সরকারের অফিসে বড় বড় পদে আসীন হবে। তারা সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে;যেটি আমি আমার অফিসে দেখতে পেয়েছি। তিনি বলেন, আজকে এই স্থানটি বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে তাদের দেশের নামে করা হয়েছে। যেটি সত্যি আনন্দদায়ক।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ তুহিন, মোহাম্মদ আলী, রেজাউল করিম চৌধুরী, ড. দিলিপ নাথ, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল ইসলাম, সৈয়দ রাব্বী,আমিন খান, বাংলাদিশি কাউন্সিলর জেনারেল জনাব ইসলামসহ বাংলাদেশি জনসাধারণ।

প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশ বা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্যামাইকায় একটি রাস্তার নামকরণ করার দাবি ওঠে। প্রবাসীদের পক্ষ থেকে পৃথক দুইটি পক্ষ স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের নামে একটি রাস্তার নামকরণের দাবি তোলেন। পরে অপর একটি মহল ‘বাংলাদেশ’ নামে রাস্তার নামকরণের দাবি করেন; যাতে কোন রাজনৈতিক বিভেদ সৃষ্টি না হয়।

পরিশেষে ‘লিটন বাংলদেশ এভিনিউ’ নামকরণ চূড়ান্তকরণ করা হয়। সিটি হলে পাস হওয়া বিলের নম্বর হচ্ছে- আইএনটি ২৪৭৭-২০২১। সিটি কাউন্সিলে বিলটি উত্থাপন করেন কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান জিম এফ জিনারো। সম্প্রতি নিউইয়র্ক সিটি কাউন্সিলে সিটির ১৯৯টি রাস্তার নাম বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের নামে রি-নেমিং করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ রয়েছে।

আইআই/সিএন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন