শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে জমকালো সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন শিল্পী শাহনাজ আলম

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

প্রিন্ট করুন
music artist dr shahnaz alam show 1 1

নিউইয়র্ক: নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডাক্তার শাহনাজ আলম। রোববার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেলে তার একক সঙ্গীত সন্ধ্যা।

আশরাফুল ইসলাম বুলবুলের পরিচালনায় জমকালো এক সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন শিল্পী শাহনাজ আলম। এতে তিনি পুরানো বাংলা ছবির গানের সাথে আধুনিক গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের। একের পর এক ‘আমায় যদি প্রশ্ন করে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না’- এর মত জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তুলেন আসর।

এ সময় দর্শক সারিতে বেবী নাজনীন, রিজিয়া পারভীনসহ নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন।

অসাধারণ সঙ্গীত প্রতিভার জন্য শিল্পী শাহনাজ আলমের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন কমিউনিটি এক্টিভিষ্ট নাছির খান পল।

সঙ্গীত সন্ধ্যা স্পন্সর করেন ডাক্তার জাহাঙ্গীর আলম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন