শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে জমকালো কনসার্ট উপহার দিলেন শাহ মাহবুব

মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১

প্রিন্ট করুন
শাহ মাহবুব 1
শাহ মাহবুব 1

নিউইয়র্ক: নিউইয়র্কের কুইন্স প্যালেসে সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর আমেরিকার জনপ্রিয় প্রবাসী বাঙালি সঙ্গীত তারকা শাহ মাহবুবের একক কনসার্ট। শোটাইম মিউজিক আয়োজন করেছিল এ কনসার্ট।

করোনা ভাইরাস ভীতির মধ্যেও কনসার্ট উপভোগ করতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরুত্ব মেনে হাজির হয়েছিলেন তিন শতাধিক প্রবাসী বাঙালি।  কনসার্ট উপলক্ষে কুইন্স প্যালেসে বসেছিল প্রবাসী বাঙালি গুণী শিল্পীদের মিলন মেলা। সঙ্গীত শিল্পী শাহ মাহবুবও তাদের নিরাশ করেন নি। উপহার দিয়েছেন জাঁকালো কনসার্ট।

রাত নয়টায় দেশাত্বকবোধক গান ‘আমার মাকে যখন দেখি, আমার দেশটা দেখা হয়’ গেয়ে কনসার্টের সূচনা করেন শিল্পী শাহ মাহবুব। এরপর রাত ১২টা পর্যন্ত গেয়ে শোনান বিভিন্ন ধারার ২০-২৫টা বাংলা গান। লোক সঙ্গীত শিল্পী হলেও কনসার্টে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, লালন গীতি, বাংলা গজল, হাসন রাজা, রাধা-রমণ, শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন শাহ মাহবুব।

গানের মাঝখানে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে শিল্পী শাহ মাহবুবকে সম্মাননা জানানো হয়।

কনসার্ট সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসান, এনওয়াই ইন্সুরেন্সের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ, ডাক্তার সরোয়ার হাসান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা সিদ্দিকুর রহমান প্রমুখ।

কনসার্টের মিডিয়া পার্টনার ছিল সময় টিভি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন