শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সোনার মদীনা

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সোনার মদীনা
ড. মুহাম্মদ ইউনুস

যে পথে গেলেই পাবো
তোমার নবীর ভালোবাসা
সেই পথে চালাও প্রভু
পূর্ণ করো মনের আশা।
সালাম জানাই ওহে রসূল
বাংলাদেশের মাটি থেকে
গ্রহন করো আমার সালাম
কোথায় পাবো পথের দিশা।
লক্ষ কোটি সালাম জানাই
মহা নবীরর রওজা পাকে
যাতে আমি রইতে পারি
সব সময় হামেশা।
সালাম দেবো রওজা পাকে
শান্তি আসবে স্বর্গ থেকে
মহানবীকে ভালোবেসে
যাবো তথায় হরহামেশা।
মহানবীর ভালোবাসা যিনি
পাবেন, পূর্ণ হবে সবআশা
পূর্ণ হবে সকল কিছু
থাকবেনা কোন দুরাশা।
ওহে আল্লাহ কবুল করো
পূর্ণ করো মনের আশা
যাতে আমি যেতে পারি
তথায় অতি সহসা।

কবি পরিচিতি: অধ্যাপক, আরবী বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন