শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সানিসাইড মুসলিম সেন্টারে ইসলামি আলোচনা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
সানিসাইড মুসলিম সেন্টার 1
সানিসাইড মুসলিম সেন্টার 1

কুইন্স: সানিসাউড মুসলিম সেন্টারে ‘দুনিয়ার প্রতি ভালোবাসা সকল অনিষ্টের উৎস’ শীর্ষক আলোচনা সভা রোববার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন মসজিদে সিদ্দিকীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওস্তাদ আব্দুর রশীদ।
তিনি আল্লাহর প্রশংসা করার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি, মুসলিম হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন, আমাদের সুস্থতা, সন্তান-সন্ততি, রিজক, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করা জরুরী। কারণ তিনি আমাদের রব।’

আব্দুর রশীদ আরো বলেন, ‘দুনিয়াতে হত্যা, যিনাহ, সম্পদ আহরণ, প্রভাব প্রতিপত্তি ও মানুষের উপর জুলুম সব কিছুর মূল উৎস দুনিয়ার প্রতি ভালবাসা।’

কুরআনের বিভিন্ন আয়াতের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘দুনিয়া একটা ধোকা। দুনিয়ার সাময়িক উপভোগের মাধ্যমে মানুষ আখেরাতের জীবনের কথা ভুলে যায়। এক দিন দুনিয়া ফুরিয়ে যাবে, মরতে হবে আমাদের সবাইকে। দুনিয়ার যত ব্যাপ্তি আর উন্নয়ন, তা একদিন তলিয়ে যাবে। পৃথিবীতে কোন কিছুই থাকবে না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সুতরাং এখানে গর্ব অহংকারের কোন সুযোগ নেই।’

আব্দুর রশীদ সবাইকে জান্নাত প্রাপ্তির জন্য দুনিয়ায় বিচরণের আহ্বান জানান আর সাথে সাথে জাহান্নামের ভয় সম্পর্কেও সর্তক করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পারভেজ রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় বিপুল সংখ্যক লোক অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন