চলমান ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে নিউইয়র্কের পাঁচ বোরোতে দোয়া ও তবারক বিতরন করা হয়েছে। গত ১৯ নভেম্বর নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবদুস সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারন সম্পাদক জাকির হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক খলকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানের পর স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের নেতৃবৃন্দ মুসল্লিদের মধ্যে তবারক বিতরন করেন।
তবারক বিতরন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য জোর দাবি করেন। একই সাথে তিনি জিয়া পরিবারের সবাইকে ধৈর্য ধারন ও তাঁদের সকলের সুস্থতার মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন