বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

/  

জ্যাকসন হাইটসে ‘এলমহার্ষ্ট মেডিকেল’ উদ্বোধন

রবিবার, আগস্ট ২৯, ২০২১

প্রিন্ট করুন

নিউইয়র্ক: চিকিৎসা ও প্যাথলজিকেল টেস্ট সেবা প্রদানের লক্ষ্যে নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করেছে ‘এলমহার্ষ্ট মেডিকেল।’

শনিবার (২৮ আগস্ট) বিকালে এটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ফিতা কাটা, দোয়া ও মোনাজাত। এ সময় নিউইর্য়কে বসবাসরত বাঙালি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

‘এলমহার্ষ্ট মেডিকেল’ এর স্লোগান রাখা হয়েছে ‘অয়ার ইউর হেলথ কামস ফার্স্ট’। এতে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসা ও বিভিন্ন রোগ নিরূপণী সেবা। চিকিৎসা সেবার মধ্যে রয়েছে ইন্টারনাল মেডিসিন, গাইনোকোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি, কার্ডিওলজি (হার্ট), পেডিয়াট্রিকস (শিশু ডাক্তার) ইত্যাদি।

মেডিকেল টেস্ট ও অন্য সেবার মধ্যে রয়েছে ফ্লু ভ্যাকসিনস, ইমুনিজেশন, রক্ত পরীক্ষা, প্রশ্রাব পরীক্ষা, হজ্জ্ব ভ্র্যাকসিনস, এলার্জী টেস্ট, প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিভিন্ন টেস্ট ইত্যাদি।

বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ‘এলমহার্ষ্ট মেডিকেল’ এ চিকিৎসা সেবা দেবেন ডাক্তার চৌধুরী হাসান, ডাক্তার সেলীনা ইসলাম, ডাক্তার সানিয়া আহমেদসহ আরো অনেকে।

সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ‘এলমহার্ষ্ট মেডিকেল’। সেবা পেতে ৭১৮-৬৮২-৭০৯০ এ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরো পড়ুন: প্রিমিয়াম সুপারমার্কেটে শপিং করলে বার্গার ও সোডা ফ্রি

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন