শুক্রবার, ২০ জুন ২০২৫

শিরোনাম

ইউক্রেনের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল

বুধবার, জুন ৪, ২০২৫

প্রিন্ট করুন

আনলেন প্রেসিডেন্ট জেলেনস্কিরাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ পরিচালনায় আরও দক্ষতা আনতে এবং সেনাবাহিনীর মনোযোগ বাড়াতে মঙ্গলবার (৩ জুন) এই রদবদলের ঘোষণা দেন তিনি।

বুধবার (৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক ভিডিও ভাষণে জেলেনস্কি এই রদবদলের কথা জানান। তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই যুদ্ধে আমাদের সামরিক বাহিনী যেন আরও মনোযোগী থাকে এবং সামনে থেকে নেতৃত্ব দেয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি জানান, মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে যৌথ বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দ্রাপাতি সম্প্রতি একটি প্রশিক্ষণ এলাকায় রাশিয়ার ভয়াবহ হামলার পর ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।

প্রেসিডেন্ট বলেন, ‘মিখাইলো দ্রাপাতি এখন সম্পূর্ণভাবে যুদ্ধ পরিস্থিতিতে মনোযোগ দেবেন। তাঁকে যৌথ বাহিনীর নেতৃত্বে রাখা হয়েছে যাতে তিনি সম্মুখসারিতে দায়িত্ব পালন করতে পারেন।’

জেলেনস্কি আরও জানান, স্থল বাহিনীর কমান্ডার হিসেবে অন্য একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হবে, যার নাম এখনও প্রকাশ করা হয়নি। তাঁর ওপর প্রশিক্ষণ, প্রস্তুতি এবং আঞ্চলিক নিয়োগ কেন্দ্রগুলোতে কাঠামোগত পরিবর্তনের দায়িত্ব থাকবে।

এছাড়া প্যারাট্রুপার ইউনিটের কমান্ডার হিসেবে ওলেহ অ্যাপোস্টলের নিয়োগ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট। রবার্ট ব্রোভডিকে মনুষ্যবিহীন অস্ত্র ও সিস্টেম বিভাগের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের নেতৃত্বে এনেছেন ভাদিম সুখারেভস্কিকে, যার ওপর থাকবে পুরো ইউনিটকে আধুনিকায়নের দায়িত্ব। জেনারেল স্টাফের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহোর স্কাইবিউক।

এই রদবদলের মাধ্যমে যুদ্ধের নতুন কৌশলে প্রবেশ করতে চাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামরিক বিশ্লেষকদের মতে, এধরনের পরিবর্তন ইউক্রেনের ফ্রন্টলাইনের নেতৃত্বে শক্তি জোগাবে এবং সামরিক বাহিনীর কার্যকারিতা বাড়াবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন