চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হামিদা বানু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (০৬ জানুয়ারি) বিকাল ৫ টায় তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। পরে ঢাকার উত্তরায় প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮ টায় ঘোড়াশাল মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক হামিদা বানু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন