ঢাকা: বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এতে নেতৃত্ব দেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান।
এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মো। নাসির উদ্দিন ও ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মো আশরাফুল আলম ও সহযোগী অধ্যাপক ডাক্তার মো ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পোশাক শ্রমিক ও কর্মচারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে বিজিএমইএ ও ঢামেক হাসপাতাল কিভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে তারা আলোচনা করা হয়।
ফারুক হাসান বলেন, ‘পোশাক শিল্পের মূল চালিকাশক্তি হল এ খাতের শ্রমিক ভাই-বোন। আর তাদের জন্য স্বাস্থ্য সেবা সুবিধা নিশ্চিত করাকে বিজিএমইএ সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিজিএমইএ ও সমগ্র শিল্প পোশাক শিল্পের শ্রমিক ভাই-বোনদের স্বাস্থ্যগত উন্নয়ন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি জানান, বিজিএমইএ ১২টি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করছে; যেগুলো থেকে বছরে ৬০ হাজারেরও অধিক পোশাক কর্মী বিনামূল্যে স্বাস্থ্য সেবা সুবিধা ও ওষুধ নিচ্ছে। এ স্বাস্থ্য কেন্দ্রগুলো এইচআইভি/এইডস, যক্ষা, প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধকের ব্যবহার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচীরও আযোজন করে। তাছাড়া পোশাক কর্মীদের জন্য চট্রগ্রামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালু রয়েছে। বিজিএমইএ সরকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বানিজ্য সংগঠনটি চলমান মহামারি থেকে শিল্প ও শ্রমিককে রক্ষা করতে কারখানার জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা প্রটোকল প্রণয়ন, টেলি মেডিসিন, মায়া (গধুধ) ও কমনহেলথের সাথে প্রকল্প গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন