তিনদিন ধরে ঘরে পানি নেই। এমনিতেই পানি পাই না, এতদিন যা আসত; এখন তাও বন্ধ। রান্নাবান্না তো দূরে থাক, ওয়াসরুমেও যাওয়া যাচ্ছে না। ৪০০ টাকায় এক ড্রাম পানি এনে কোনমতে চলছি।
বুধবার সকালে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের নয়াবাজার মৌসুমি এলাকার বাসিন্দা মৌসুমি বেগম। ওয়াসার মূল সঞ্চালন পাইপলাইন ফেটে যাওয়ায় তিনদিন ধরে পানি পাচ্ছেন না তিনি।
শুধু রোজিনাই নন, এমন বিপাকে পড়েছেন চট্টগ্রামের অন্তত ৩০ এলাকার কয়েক হাজার বাসিন্দা। ফলে গভীর নলকূপের সন্ধানে ছুটতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। এক কলসি পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আবার কেউবা ৩০০ থেকে ৫০০ টাকা দরে এক ড্রাম পানি কিনে কোনমতে দৈনন্দিন কাজ সারছেন।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, গত সোমবার নগরীর কুয়াইশ এলাকায় ‘চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ করার সময় মাটি খোঁড়ার যন্ত্রের আঘাতে ১ হাজার ২০০ মিলিমিটার ব্যাসের মূল সঞ্চালন পাইপ ফেটে যায়। যার কারণে ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার-১ বন্ধ পড়ে আছে। এটি থেকে দিনে ১৪ কোটি লিটার পানি পাওয়া যেত।
সূত্রে আরও জানা যায়, পাইপ ফেটে যাওয়ায় নগরীর নয়াবাজার, আনন্দবাজার, ২ নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ, মোমেনবাগ, বহদ্দারহাট, চকবাজার, নন্দনকানন, উত্তর হালিশহর, দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখান বাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনীয়ালাপাড়াসহ অন্তত ৩০ এলাকায় পানি পাওয়া যাচ্ছে না।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, ‘পাইপলাইন মেরামতের কাজ চলছে। এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ শেষ হতে বৃহস্পতিবার দুপুর হতে পারে। এর আগে পানি সরবরাহ স্বাভাবিক হবে না।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন