সিএন প্রতিবেদন: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক।
শুক্রবার (৩১ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ইসলামিক সেন্টার মসজিদে বাদ মাগরিব এসব কর্মসূচি পালিত হয়।
ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ রইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মো. গিয়াস উদ্দিন, ফারুক হোসেন মজুমদার, এবং সেচ্ছাসেবক দল নেতা নূরে আলম।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদিক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতও কামনা করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, শেখ জহির, মো. আলাউদ্দিন মাদবর, হাফেজ নূরনবী, আবু নাছের, শেখ ইউসুফ, আলী, মো. হারুনুর রশিদ, মো. সারওয়ার, তারেক জামান টুটুল, আবুল কালাম, শিহাব আহমেদ ও মো. সেলিম। অনুষ্ঠান শেষে সবাই মিলে তবারক গ্রহণ করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন