সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বনানীতে উদ্বোধন হলো বাংলা ট্রাভেলের নতুন শাখা

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

প্রিন্ট করুন

প্রবাসের গণ্ডি পেরিয়ে দেশে যাত্রা শুরু করলো বাংলাদেশিদের প্রিয় প্রতিষ্ঠান বাংলা ট্রাভেল। গত ৭ নভেম্বর রাজধানী ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

২৫ বছরের সফল পথচলায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির আস্থা অর্জন করা বাংলা ট্রাভেল এবার দেশের মানুষের জন্য সরাসরি সেবা দিতে প্রস্তুত। প্রতিষ্ঠানটি জানায়, নতুন শাখা থেকে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা গ্রাহকরা সেবা পাবেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার বেলায়েত হোসেন বলেন, বাংলা ট্রাভেল শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়, এটি আস্থা ও সম্পর্কের নাম। আমাদের এই নতুন শাখার মাধ্যমে দেশের মানুষের সেবায় আরও নিবেদিত হতে পারব।

তিনি বলেন, বাংলা ট্রাভেল পৃথিবীর প্রায় সব এয়ারলাইন্সের সঙ্গে সরাসরি কাজ করে এবং বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। এটি নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র ট্রাভেল এজেন্সি, যা বৈশ্বিক প্ল্যাটফর্মেও সুপরিচিত।

প্রতিষ্ঠানটি নতুন শাখার মাধ্যমে শুধু সেবা নয়, দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী সজল নুর, ইমন, নীরবসহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন