শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ২

শনিবার, নভেম্বর ১৮, ২০২৩

প্রিন্ট করুন
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা। প্রতীকি ছবি।

নিজস্ব প্রতিবেদক: বন্দুক হামলা যেন মার্ কন যুক্তরাষ্ট্রে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দেশটির সড়ক, মার্কেট কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান কোন স্থানই এর থেকে রেহাই পায়ানি। এবার দেশটির এক হাসপাতালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২ জন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতাল এ ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।

রাজ্য পুলিশের কর্নেল মার্ক হল বলেন, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি মারা যান।

তিনি আরও বলেন, হামলা হাসপাতালের লবিতে সীমাবদ্ধ ছিল। মার্ক হল বন্দুকধারী বা নিহতের পরিচয় জানাতে পারেননি। সেখানে জনসাধারণ, হাসপাতালের রোগী বা স্টাফদের কোনো হুমকি নেই।

 প্রসঙ্গত, নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে। হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে থামছেনা বন্দুক হামলা, চলতি বছর নিহত ৬৩৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় এক বছরে প্রাণ গেল প্রায় ৫ হাজার শিশুর

স্বপ্নের দেশে ‘মৃত্যু ফাঁদ’, শঙ্কিত জনগণ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন