শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসরায়েলের বিধিনিষেধ : গাজায় পেপসির কারখানা বন্ধ

মঙ্গলবার, জুন ২২, ২০২১

প্রিন্ট করুন
ইসরায়েলের বিধিনিষেধ গাজায় পেপসির কারখানা বন্ধ
ইসরায়েলের বিধিনিষেধ গাজায় পেপসির কারখানা বন্ধ

কাঁচামাল আমদানিতে ইসরায়েলের বিধিনিষেধের কারণে বোতলজাত কোমল পানীয় কোম্পানি পেপসি চলতি সপ্তাহে তাদের গাজার কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে এর স্বত্বাধিকারীরা।

গত মাসে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের ১১ দিনের সংঘাতের সময় গাজায় কাঁচামাল আমদানিতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছিল।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েল সোমবার গাজা থেকে সামান্য পরিমাণে পণ্য রপ্তানির অনুমতি দিলেও এখনও কার্বন ডাই অক্সাইড গ্যাস ও সিরাপের মতো কাঁচামাল আমদানিতে কড়াকড়ি বহাল রেখেছে।

এ কাঁচামালগুলো পেপসি, সেভেন আপ এবং মিরিন্ডা সোডা উৎপাদনে প্রয়োজন হয় বলে জানিয়েছেন পেপসি গাজার হামাম আল-ইয়াজেজি।

‘গতকাল, আমাদের সব কাঁচামাল শেষ হয়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কারখানাটি বন্ধ করে দিতে হয়, বাড়ি পাঠিয়ে দিতে হয় আড়াইশ শ্রমিককে,’ সোমবার এমনটাই বলেন হামাম আল-ইয়াজেজি।

গত মাসের সংঘাতের আগে পেপসি গাজাকে নিয়মিতই প্রয়োজনীয় কাঁচামাল আমদানির অনুমতি দেওয়া হতো। এ প্রসঙ্গে মন্তব্য চাইলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা সিওজিএটি বলেছে, ‘নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির কারণে ইসরায়েল থেকে গাজা ভূখণ্ডে শিল্পের কাঁচামাল আমদানি সম্ভব হচ্ছে না।’

তবে ইসরায়েল গাজায় জ্বালানি, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ বেশকিছু জিনিস আমদানির অনুমতি দিচ্ছে, বলেছে সিওজিএটি।

এদিকে ইসরায়েল ও এর প্রতিবেশী মিশর গাজা সীমান্তে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখে আসছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন