মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ডাকসু নির্বাচনে কারচুপি নিয়ে যে অভিযোগ আব্দুল কাদেরের

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম করে শিবির-ছাত্রদলকে কারচুপি করতে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

কাদের লিখেছেন, ‘আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি-জামায়াত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির-ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।’

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে।

মঙ্গলবার দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসী ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি—সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন। তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এটিও অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কমিশন ও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন