মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ঢাবি নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে প্রার্থীরা, প্রশাসন নীরব

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দিতে আগ্রহী হওয়ার মধ্যেও কিছু কেন্দ্রে প্রার্থীরা আচরণবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সরেজমিন দেখা গেছে, অনেক প্রার্থী ভোটারদের লাইনের কাছে গিয়ে ভোট চাইছেন, লিফলেট ও কার্ড বিতরণ করছেন।

এ কেন্দ্রগুলোতে কৃত্রিম জট তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা সহজে প্রবেশ করতে পারছেন না। উদয়ন স্কুল, কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রের বাইরে এই দৃশ্য লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ। এছাড়া ৭ সেপ্টেম্বর থেকে সকল প্রকার প্রচারণা বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘প্রার্থীদের কেন্দ্র থেকে অন্তত ১০০ মিটার দূরে থাকতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে প্রার্থীরা সক্রিয় প্রচারণা চালাচ্ছেন, যা ভোটগ্রহণকে স্বাভাবিকভাবে সম্পন্ন করতে বাধা সৃষ্টি করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন