শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

‘বৈধভাবে’ দেশে আড়ি পাতা চালু করছে সরকার

শুক্রবার, জানুয়ারী ১৩, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে মোবাইল ফোন ও ইন্টারনেট মাধ্যমে ‘বৈধভাবে’ আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র প্রতিরোধ করা যাবে।’ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদে আওয়ামী লীগের সাংসদ শফিউল ইসলামের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়ে থাকে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রদায়িকতাবাদ, জঙ্গিবাদ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দৃঢ় অবস্থান ও কার্যকরী পদক্ষেপ নেয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যে কোন ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থাগুলো ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির মত আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে। একই সাথে মোবাইল ফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগে বৈধভাবে আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।’

এ দিকে, নোয়াখালী- দুই আসনের সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মাদকের বিস্তার রোধসহ মাদকাসক্ত ও মাদকের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনাসহ চুরি, ছিনতাই প্রতিরোধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নানা পদক্ষেপ নিচ্ছে।’

তিনি বলেন, ‘চুরি, ছিনতাই ও মাদক পরিবহন বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান অব্যাহত আছে।’

এ দিকে, এনআইডি নিয়ে গণফোরামের সাংসদ মোকাব্বির খানের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘ভোটার হওয়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে এনআইডি ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোন সংশ্লিষ্টতা নেই।’

আসাদুজ্জামান খান বলেন, ‘২০০৭ সালে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য সেনাবাহিনীর অধীনে একটি প্রকল্প নেয়া হয়। এ প্রকল্পের বাইপ্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমটি শুরু হয়। এটি ছিল সাময়িক পদক্ষেপ।’

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন