শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

বুধবার, জানুয়ারী ৫, ২০২২

প্রিন্ট করুন
realme 1
realme 1

ঢাকা: বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, রিয়েলমি বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

বছরপ্রতি হিসেবে ৫জি স্মার্টফোন বিক্রির পরিমাণ ৮৩১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ভারত, চীন ও ইউরোপের বাজারে নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয় রিয়েলমি, যা তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক প্রবৃদ্ধির হারের তুলনায় ১২১ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫জি শেয়ার ১৫ দশিমক পাঁচ শতাংশ বৃদ্ধির মাধ্যমে উদীয়মান বাজারে রিয়েলমি তিন নম্বর র‍্যাংকিংয়ে পৌঁছে যায়।

এ ব্যাপারে কাউন্টার পয়েন্টের রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠক বলেন, ‌‘শক্তিশালী মাল্টি চ্যানেল কৌশল ও বিভিন্ন দামের বিস্তৃত পরিসরের ৫জি পোর্টফোলিও রিয়েলমিকে দ্রুত বিকশিত হতে সহায়তা করেছে।’

রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি বলেন, ‘৫জি প্রযুক্তির সুবিধা দিতে সক্ষম এমন ৫জি স্মার্টফোন দিয়ে বিশ্বজুড়ে কমপক্ষে দশ কোটি তরুণদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সামনের দিনগুলোতে ট্রেন্ডসেটিং ডিজাইন ও দুর্দান্ত পারফরমেন্সের আকর্ষণীয় ৫জি পণ্য নিয়ে নিয়ে আসব। পুরস্কার জয়ী ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার নকশাকৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি প্রসেসর ও বিশ্বের প্রথম জৈব-ভিত্তিক পরিবেশবান্ধব পলিমার স্মার্টফোন ডিজাইনের আমাদের প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো খুব শিগগিরই বাজারে নিয়ে আসব।’

৫জিকে জনপ্রিয় করতে কাজ করছে রিয়েলমি। বাংলাদেশের বাজারে ৫জি ফোন উন্মোচনের পর ইতিবাচক সাড়া পেয়েছে রিয়েলমি। রিয়েলমি ইতিমধ্যে দেশের বাজারে জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি নিয়ে এসেছে, যা স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছে। পাশাপাশি, ৬-৮ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘স্মার্টফোন এবং ট্যাব’ এক্সপোতে রিয়েলমি প্যাভিলিয়নে থাকবে সরাসরি ৫জি সুবিধা উপভোগের সুযোগ। এক্সপো চলবে ৬-৮ জানুয়ারি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন