শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভারতে ই-কমার্সে অস্বাভাবিক কম দামের ‘ফ্লাশ সেল’ বন্ধের প্রস্তাব

মঙ্গলবার, জুন ২২, ২০২১

প্রিন্ট করুন
ভারতে ই কমার্সে অস্বাভাবিক কম দামের ‘ফ্লাশ সেল বন্ধের প্রস্তাব 1
ভারতে ই কমার্সে অস্বাভাবিক কম দামের ‘ফ্লাশ সেল বন্ধের প্রস্তাব 1

প্রতারণা ও অন্যায় বাণিজ্য বন্ধ করতে অনলাইন শপগুলোতে কম দামে বা ফ্লাশ সেলে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে ই-কমার্স আইনে সংশোধনী আনতে যাচ্ছে ভারত। এনডিটিভিসহ দেশটির সংবাদমাধ্যমে এ খবর দেওয়া হয়েছে।

গতকাল সোমবার ভারতের খাদ্য ও ভোক্তা অধিকার সংক্রান্ত মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আইনের খসড়া প্রস্তাবের কথা জানায়।

ই-কমার্স আইনের খসড়া প্রস্তাবে বলা হয়, অনেক প্রতিষ্ঠান অস্বাভাবিক কম মূল্যে ফ্লাশ সেলের মাধ্যমে অর্ডার নেয়, অনেক প্রতিষ্ঠানে আবার পণ্যের মজুত ছাড়াই ফ্লাশ সেল ঘোষণা দিয়ে অর্ডার সংগ্রহ করা হয়। এসব বন্ধ করা দরকার।

বিক্রেতারা পণ্য বিক্রির অর্ডার নেওয়ার পর তা ডেলিভারি না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে।

ভারত সরকার বলছে, অন্যায় বাণিজ্য পদ্ধতি রোধ করতেই নতুন বিধি সংযোজন করা জরুরি হয়ে পড়েছে। মূল্য কমানো বাড়ানোর ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে ভোক্তা স্বার্থ রক্ষা করা ও ই-কমার্সে সরকারি নিয়ন্ত্রণ শক্তিশালী করার লক্ষ্যে আইনে এসব সংশোধনী আনা হচ্ছে।

ভারতীয় ই-কমার্স আইনটির প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে ৬ জুলাইয়ের মধ্যে মতামত পাঠানোর সুযোগও দেওয়া হয়েছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন