রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে টিকটক সিইওকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এসময় সিইওকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কংগ্রেসের শুনানিতে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে টিকটিকের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে কংগ্রেসে উপস্থিত হন শাও জি চিউ।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মাধ্যমে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা দেশটিতে টিকটক নিষিদ্ধ করতে চান।

টিকটকের একজন মুখমাত্র পরে বলেছেন, এই শুনানি ছিল রাজনীতিবিদদের একধরনের শো-অফ। তবে শুনানিতে তাঁরা যেসব প্রশ্ন করেছেন, তার মধ্যে অবশ্যই কিছু সত্য রয়েছে।

টিকটকের আরেকজন মুখপাত্র বলেছেন, অন্তত ১৫ কোটি মার্কিনির পছন্দের প্ল্যাটফর্ম টিকটক। এর সঙ্গে অন্তত ৫০ লাখ ব্যবসা জড়িত এবং এসব ব্যবসার সঙ্গে মানুষের জীবিকা জড়িত। যুক্তরাষ্ট্র যদি এটি নিষিদ্ধ করে, তাহলে এই বিপুলসংখ্যক মানুষের কী হবে?

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন