মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

‘শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা খুবই আশাবাদী’

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া দেখে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ‘ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত জানাচ্ছেন এবং আমাদের প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে ভিপি ও এজিএস প্রার্থীরা অতীতে গণঅভ্যুত্থান ও দীর্ঘ রাজনৈতিক জীবনে ধারাবাহিকভাবে অধিকার ও ন্যায্যতার জন্য সোচ্চার ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আজকের নির্বাচন শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের মাধ্যমে দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রাথমিক সূচনা হলো। আমরা অনাবাসিক শিক্ষার্থীদেরও কেন্দ্রে এসে অংশ নেওয়ার আহ্বান জানাই।’

নাসির উদ্দিপক মন্তব্য করেন, ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যদিও কিছু কেন্দ্রে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের প্রবেশ সীমিত করা হচ্ছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে ৬২ জন নারী। এছাড়া ১৮টি হলে ১৩টি করে পদে মোট ১,০৩৫ প্রার্থী অংশগ্রহণ করছেন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন