চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন (সিআইপি) (ট্রেড-২০১৮) নির্বাচিত হয়েছেন। দেশের ব্যবসায়-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৮ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকাস্থ একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ১৩৮টি রপ্তানি খাতে ও ৩৮টি ট্রেড খাতে অর্থাৎ মোট ১৭৬ জন সিআইপি-কে সম্মাননা ও সিআইপি কার্ড দেন। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়, যা তার ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উল্লেখ্য, মাহবুুবুল আলম বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (সিইসিসিআই) সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) গভর্ণিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন। এম আলম গ্রুপের স্বত্বাধিকারী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ২০০৭-২০০৮ সালে চিটাগাং চেম্বারের সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তী টানা পঞ্চম বারের মত (২০১৩-২০১৪, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৪ সিআইপি (শিল্প), ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সিআইপি (ট্রেড) মনোনীত হয়েছিলেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন