শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ‘সুপারলাইক’ ফিচার লাইকির

সোমবার, মার্চ ২১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: শর্ট-ভিডিও নির্মাণ ও শেয়ারিংয়ের অ্যাপ লাইকি সম্প্রতি ‘সুপারলাইক’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের পছন্দের কনটেন্ট নির্মাতাদের প্রশংসা করার ও আকর্ষণীয় কনটেন্ট তৈরিতে উৎসাহিত করার সুযোগ পাবেন।

সোশ্যাল মিডিয়ার অজস্র কনটেন্টের ভিড়ে ‘লাইক’ এর বিশেষত্ব ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে আবেদন হারিয়ে ফেলছে। অথচ লাইকের মাধ্যমেই কনটেন্ট নির্মাতারা ব্যবহারকারীদের কাছ থেকে নিজ কন্টেন্টের ব্যাপারে স্বীকৃতি ও ইতিবাচক সাড়া গ্রহণ করার কথা। বিষয়টি মাথায় রেখে লাইকি তাদের নতুন ফিচার সুপারলাইক নিয়ে এসেছে, যাতে করে শুধুমাত্র মানসম্পন্ন ও অর্থবহ কনটেন্টগুলোতেই এটির ব্যবহার করা হয় ও এর মাধ্যমে নির্মাতারা আরো সৃজনশীল কনটেন্ট তৈরিতে আগ্রহী হয়ে ওঠেন।

নতুন সুপারলাইক ফিচারটির মাধ্যমে ভক্ত এবং ব্যবহারকারীরা তাদের পছন্দের ও সেরা কনটেন্ট নির্মাতাদের আরো কাছাকাছি যেতে পারবেন। প্রাথমিকভাবে, ব্যবহারকারীদের হাতে থাকবে দশটি সুপারলাইক। লাইকের স্টক ফুরিয়ে গেলে আরো কোটা জমানোর জন্য ব্যবহারকারীরা লাইকি-পরিবারে যোগ দেয়ার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানানো অথবা সরাসরি সুপারলাইক কোটা কেনার মাধ্যমে নির্মাতাদের অনুদান জানানোর মত সহজ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন।

অন্য দিকে, কনটেন্ট নির্মাতারাও ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া সুপারলাইকগুলো থেকে অর্থ উপার্জন করতে পারেন, যা কনটেন্ট নির্মাতাদের আরো সৃজনশীল ও চমৎকার কিছু নির্মাণে উৎসাহী করে তুলবে। প্রায় ১৩ মিলিয়ন সদস্যের একটি ফ্যানবেইজের অধিকারী নুসান তাসিম এ ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী একজন সক্রিয় লাইকি ক্রিয়েটর। নুসানের এ সাফল্যের পেছনে তার উন্নত মানের কনটেন্টতৈরির কৌশল ও সব সময় ভক্তদের সাথে যুক্ত থাকার প্রয়াস অনেকটাই কাজে লেগেছে। নুসানের প্রোফাইলে থাকা ভিডিওগুলোতে নিখুঁত সাউন্ড ইফেক্ট ও সঠিক আলোতে ক্যামেরার দূর্দান্ত ব্যবহারের মাধ্যমে ভিডিও শ্যুটিং লক্ষ্য করা যায়। এ ধরনের কনটেন্ট নির্মাণের আগে যথাযথ পরিকল্পনা ও একাগ্রতার প্রয়োজন হয়।

এ ছাড়া, তিনি সক্রিয়ভাবে ভক্তদের মাঝে ‘গিভঅ্যাওয়ে’র ব্যবস্থা করেন ও কমেন্ট সেকশনে তাদের সাথে আলাপচারিতা করেন, যা ফলোয়ারদের সাথে তার সম্পর্ককে আরো গভীর করতে ও তাদের কাছ থেকে সুপারলাইক পেতে সাহায্য করে।

লাইকি এ ফিচারটির মাধ্যমে ভাল কনটেন্ট নির্মাতাদের পাশে থাকতে চায়। ভেরিফাইড কনটেন্ট নির্মাতারা প্রোডাক্ট রিভিউও পোস্ট করতে পারবেন ও সুপারলাইকের মাধ্যমে গ্রাহকদের স্বীকৃতি লাভের ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারেন। এ ফিচারটি কেবল কনটেন্ট নির্মাতাদের জন্য উপার্জনের একটি অতিরিক্ত পথই তৈরি করবে না, সেই সাথে ফলোয়ারদের জন্য আরো ভাল ভাল গল্প তৈরি করতেও তাদের অনুপ্রাণিত করবে।

এ ব্যাপারে হেড অফ লাইকি গ্লোবাল অপারেশনস গিবসন ইউয়েন বলেন, ‘সময় বদলেছে, সেই সাথে বদলেছে ব্যবহারকারীদের সচেতনতা। অতীতের যে কোন সময়ের তুলনায় মানসম্পন্ন কনটেন্ট নির্মাণ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই আকর্ষণীয় ও সৃজনশীল কনটেন্ট তৈরি করতে হবে। এ পরিবর্তিত বাস্তবতার কথা মাথায় রেখে লাইকি এর ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতা উভয়কেই কার্যকর ও মানসম্পন্ন কনটেন্ট তৈরির মাধ্যমে আরো অর্থপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে যুক্ত থাকার সুযোগ করে দিতে চায়।’

সুপারলাইক ফিচারটি আরো সৃজনশীল ও উন্নত অনলাইন পরিসর গঠনে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। কারণ এর ফলে সর্বাধিক রেটিং পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতারা উচ্চ মানের কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত বোধ করবেন। এখনো পর্যন্ত লাইকি সক্রিয়ভাবে ব্যবহারকারীদের সাথে যোগাযোগের মাধ্যমে ফিচারটির প্রাসঙ্গিকতা যাচাই করছে। ভবিষ্যতে তারা আরো বেশি সৃজনশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা চালাবে, যাতে নির্মাতারা তাদের উচ্চ মানের কনটেন্টের জন্য সর্বোচ্চ রেটিং পেতে পারেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন