শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি উন্মোচন স্যামসাংয়ের

শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২

প্রিন্ট করুন
Samsung Galaxy S21 FE 5G 2 1
Samsung Galaxy S21 FE 5G 2 1

ঢাকা: নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এল স্যামসাং। প্রতিষ্ঠানটি ৬-৮ জানুয়ারি ঢাকার আগারগাঁওতে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে।

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি স্যামসাংয়ের নতুন ফোন; শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ছয় দশমিক চার ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট; এর মাধ্যমে গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ব্যবহারকারীদের দেবে ফোন ব্যবহার ও কনটেন্ট উপভোগের অনন্য অভিজ্ঞতা। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা।

অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে, যা ব্যবহারকারীদেও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগা পিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, এশটি ১২ মেগা পিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগা পিক্সেল মেইন ক্যামেরা ও আট মেগা পিক্সেল স্ট্যাবিলাইজড ৩ টেলি ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে সাড়ে চার হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা দিয়ে ব্যবহারকারীরা দুই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবেন।

আট জিবি র‌্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডিভাইসটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য ৬৪  হাজার ৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সপো চলাকালীন বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ফোনটি প্রি-অর্ডারকারীরা পুরস্কার হিসেবে বিনামূল্যে বাডস+ পাবেন। এক্সপো থেকে ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাঁচ হাজার টাকা (পুরনো ডিভাইসের এক্সচেঞ্জ ভ্যালু বিবেচনা করে) উপভোগ করতে পারবেন। শুন্য শতাংশ ইন্টারেস্টে (সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইমমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্য দিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা শুন্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইমমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন; একই সাথে ক্যাশ ব্যাক অফারে দুই হাজার টাকা পাবেন।

এ বিষয়ে স্যামসাং মোবাইলের হেড অফ বিজনেস মুয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এক্সপোতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন ডিভাইস যারা ব্যবহার করতে চান, তাদের জন্যই আমরা সর্বাধুনিক ফাইভজি ফোন গ্যালাক্সি এস২১ এফই উন্মোচন করেছি। তাদের ফোন কেনার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে এসব অফার ও ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন