তৈরি সারি সারি বাঁশের চাঙ ও মাচাঙ। কোনোটিতে লইট্ট্যা-ফাইশ্যা কোনোটিতে বিভিন্ন প্রজাতের মাছ। এসব মাছ শুকাতে ব্যস্ত নারী-পুরুষ শ্রমিকরা। শীত মৌসুমে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে প্রতিদিন এমনই দৃশ্য চোখে পড়বে। কর্ণফুলীর শিকলবাহা ও ডাঙ্গারচর এলাকাজুড়ে ২০টি মহালে কয়েক শতাধিক লোক শুঁটকি তৈরির কাজ করেন। আর এ শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে এখন যাচ্ছে দুবাই, ওমানসহ বিভিন্ন দেশে। এতে সরকারে বৈদেশিক মুদ্রাও অর্জন হয়। চলতি মৌসুমে কর্ণফুলীর নদীরপাড়ে ৩ হাজার ৫০০ মেট্রিক টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগস্ট থেকে আগামী মার্চ পর্যন্ত চলবে শুঁটকি তৈরির এ কাজ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন